মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: বৃহত্তর সিলেটতথা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক, স্বাস্থ্য ও সমাজ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলার শায়েস্তাগঞ্জ ওয়ার্কশপ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর আয়োজনে এতে বক্তব্য রাখেন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক নজিবর রহমান, প্রভাষক রহমত আলী, প্রভাষক তাপস পাল অসীম, প্রভাষক রনি দাশ, প্রভাষক মোছাঃ খাদিজা বেগম, প্রভাষক মোছাঃ শামীমা আক্তার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, কলেজের ক্রীড়া শিক্ষক দ্বীপক চন্দ্র দাশ, গ্রন্থাগার প্রভাষক গাজিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে জটিলতা দূরীকরণ, বিগত সময়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে গভর্নিং বডি গঠনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপাচার্য রাত-দিন কাজ করে যাচ্ছেন। উপাচার্যের এসব সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের পরিপ্রেক্ষিতে অধিভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে, ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল এই সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যর্থ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। হত্যার হুমকিদাতাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের জন্য বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আহবান জানিয়েছেন।