কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সন্দেহে ১৮৩ বস্তা চাল জব্দ করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোররাতে উপজেলার বেড়িপোটল গ্রামে সাবেক এক প্রধান শিক্ষকের বাড়ির একটি টিনশেড ঘরে বস্তায় ভরা অবস্থায় চালগুলো জব্দ করা হয়।
কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযানটি পরিচালিত হয়। পরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার ঘটনাস্থলে গিয়ে চালসহ ওই ঘরটি সিলগালা করে দেন।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়িতে রাত ৩ টার দিকে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালায়। এসময় ১৮৩ বস্তায় মোট ৫ হাজার চারশত নব্বই কেজি চাল পাওয়া যায়। প্রাথমিকভাবে মনে হয়েছে জব্দ হওয়া চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল। তবে সরকারি বস্তা পরিবর্তন করে সেগুলো অন্য বস্তায় রাখা হয়েছে। বিষয়টি খাদ্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে। আপাতত চালসহ ওই ঘরটি সিলগালা করে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে কথা বলতে সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।