আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের চক শিমলা উত্তর পাড়ার জনসাধারণের ও গ্রামবাসীর উদ্যোগে শনিবার(৯ নভেম্বর) সকাল ১০ টায় সেচ্ছাশ্রমে চকশিমলা উত্তর পাড়ার গফুর আলী বাড়ী থেকে সখী উদ্দীনের পুকুর পাড় পর্যন্ত রাস্তা নির্মান করা হয়েছে।
রাস্তা নির্মানের ফলে চকশিমলা উত্তর পাড়া ইমান আলী সরদারের বাড়ী থেকে চক বাজার পাকা রাস্তা পর্যন্ত চলাচলের পথ সুগম হলো। সামান্য একটু বৃষ্টি হলে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
রাস্তা নির্মানের সহযোগিতায় ছিলেন মোঃ শহিদুল ইসলাম খোকন,ইউপি সদস্য মোঃ আজিজার রহমান,সাবেক ইউপি সদস্য মোঃ সৈয়দ আলী সরদার,মোঃ ইসমাইল হোসেন, সাইদুল ইসলাম,আমেদালী কবিরাজ,রফিকুল ইসলাম, এমরান হোসেন,সামসুর রহমান,তাজেলসহ উত্তর পাড়ার জনসাধারণ ও গ্রামবাসী।