ঢাকা
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৪
logo
প্রকাশিত : নভেম্বর ১২, ২০২৪

মানিকগঞ্জে বাজার নিয়ন্ত্রণে বিশেষ ট্রাস্কফোর্সের মনিটরিং অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং অভিযান করেছে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে চাল, ডাল, শাকসবজি, মাছ, মাংস, ডিমসহ নিত্যপণ্যের ওপর মনিটরিং অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

মনিটরিং অভিযানে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পাকা রশিদ ও ক্যাশ মেমো চেক করা হয়। অভিযানে বিভিন্ন নিত্যপণ্যের পাইকারি ও খুচরা দামের তারতম্য ঠিক রাখতে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

এসময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, মানিকগঞ্জের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে বিশেষ টাস্কফোর্সের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন কর্মকর্তারা প্রতিনিয়ত বাজার তদারকি করছে। পণ্যের সরবরাহ ঠিক রাখতে ও পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পাইকারি আড়ত ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের নজরদারিতে কাজ করছে। কেউ যেন অতি মুনাফা করতে না পারে সে ব্যাপারে পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শনে বাধ্যতামূলক করা হয়েছে।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ওয়ারেস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল, কৃষি বিপণন কর্মকর্তা মোরশেদ আল মাহমুদ, কনজুম্যার এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ, প্রাণীসম্পদ কর্মকর্তা আজিজুল হক, ছাত্র প্রতিনিধি নাহিদ মনিরসহ বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য ও বিভিন্ন বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram