সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। উন্নত প্রযুক্তির ব্যবহার ছাড়া আমরা চলতে পারবো না। এজন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।
তিনি মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সকল দপ্তর প্রধান ও সুধিজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, কালুখালীর কৃষিকে আরো সমৃদ্ধ করতে হবে। সমাজ থেকে বাল্যবিবাহ ও মাদক নির্মূল করতে হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পাল, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস, কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল রিপন চন্দ্র শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা হাতে কালুখালীবাসীর পক্ষ থেকে পুস্পস্তবক দিয়ে ফুলেল শুভেচছা জানান উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
এদিকে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কালুখালী থানা, মাজবাড়ী ভূমি অফিস ও মাজবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। কালুখালী থানা পরিদর্শনকালে পুলিশের পক্ষ থেকে সার্কেল এএসপি দেবব্রত সরকার ও কালুখালী থানার অফিসার ইনচার্জ মো জাহেদুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে পুস্পস্তবক ফুলেল শুভেচছা জানান।