টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের টাঙ্গাইল জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে টাঙ্গাইল ডিস্টিক এলাকায় বার সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম,জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এ্যাড: ফরহাদ ইকবাল।
সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।