মো: জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করে এক পক্ষ।
রবিবার (১৭ নভেম্বর) সকাল আনুমানিক ১০টায় নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামবাসী ও ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর গ্রামবাসীর মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে (১৬ নভেম্বর) রাতেও উভয় গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, নারায়ণপুর গ্রামের বাসিন্দা বাবুল মাষ্টারের ট্রাক্টর চালক হালিম ও বালুয়াকান্দি গ্রামের মাঈনুদ্দিনের ছেলে অটোচালক ফয়সালের সাথে গাড়ি সাইড দেওয়া নিয়ে এক সপ্তাহ পূর্বে ঝগড়া হয়। এ ঘটনা মিমাংসা করার জন্য শনিবার বিকালে নারায়ণপুর প্রাইমারী স্কুলের সামনে উভয় গ্রামের লোকজন বসলে এরই মধ্যে বালুয়াকান্দি গ্রামের একজনকে মারধর করে নারায়ণপুর গ্রামের লোকজন। এ নিয়ে রাতেই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে, তবে ওই সংঘর্ষে কেউ আহত হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে (১৭ নভেম্বর) সকাল দশটায় নারায়ণপুর গ্রামবাসীর উদ্দেশ্য করে বালুয়াকান্দি গ্রামবাসী ইটপাটকেল ছুড়লে নারায়ণপুর গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে বালুয়াকান্দি গ্রামে আসার চেষ্টা করে। এসময় তিতাস থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল আহমেদ এর অনুসারী মো. নুর নবী (২৫) পুলিশের ওপর হামলার চেষ্টা করে এবং জব্দ করা লাঠি সোটা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, আমি মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে।