বাগেরহাট প্রতিনিধি: নবঘোষিত বাগেরহাট সদর উপজেলা কমিটিকে বিতর্কিত উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতারা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আহবায়ক কমিটির সিদ্ধান্ত ছাড়াই অসাংগঠনিক ভাবে জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব একটি মনগড়া কমিটি করেছে। এতে বিএনপির কোন ত্যাগী নেতার নাম নেই। এতে বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তিনি ৪০ বছর বিএনপির রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন উল্লেখ করেন বলেন, সাংগঠনিক নিয়ম নীতির তোয়াক্কা না করে সীমাহীন অগণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়ে তাকে ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে এই কমিটি প্রকাশ করা হয়েছে। তিনি দ্রুত সময়ে এই কমিটি বাতিল করার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
এসময় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিন বিকেলে পাল্টা সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।