শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার শীলকূপ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ার সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২৫টি বিদেশী মদের বোতল, ৪০০টি সিলভার ও নীল রংয়ের টিনের বিয়ার ক্যান, ১১৯টি সবুজ রংয়ের টিনের বিয়ার ক্যান এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়।
বুধবার বিকেলে শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনকিরচর গুন্নাগো বাড়ীর উত্তর পার্শ্বে সড়কের ওপর এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন- চন্দনাইশ দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজী পাড়া হাছন দন্ডী চৌধুরী বাড়ীর জামাল আহমেদর পুত্র শোয়েব হোসেন (৩০), ফেনী দাগনভূইয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া মুন্সি বাড়ি (বর্তমান ঠিকানা চকবাজার ভিলি রোড, ১১১/১২ চান মিয়া মুন্সী ইসহাক বিল্ডির চট্টগ্রাম) এর আমিন উল্লার পুত্র হেমায়েত উল্লাহ (৩৬) ও গাইবান্ধা সদর ৯ নম্বর ওয়ার্ডের মধ্য আনালের তারিক হাফিজার বাড়ি এলাকার জয়নাল আবেদীনের পুত্র সাইফুল ইসলাম (২৭)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, 'মাদক কারবারিরা অবৈধভাবে সাগর পথে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাঁশখালী এসএস পাওয়ার প্লান্টের কয়লা জেটি ঘাটে মাইক্রোবাসে করে এনে এসব বিদেশি মদ ও বিয়ার চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। গোপনে খবর পেয়ে অভিযান পরিচালনা করলে বিপুল মাদকসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতারপূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট মাইক্রোবাস জব্দ করা হয়।'
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে শীলকূপ-গন্ডামারা সড়কে অভিযান চালিয়ে বিদেশী মদসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে আমাদের চৌকস পুলিশের একটি টিম। আসামীদেরকে বিজ্ঞ সিরিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপার্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।'