ঢাকা
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৭
logo
প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৪

অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

অংকন তালুকদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: 'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর' বিখ্যাত এ উদ্ধৃতিটি যিনি লিখেছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। বিশ্লেষকরা ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপনের কৃতিত্ব বিবেকানন্দকে দিয়ে থাকেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার স্বামী বিবেকানন্দ রিসার্চ এন্ড কালচারাল সেন্টার জহিরেরকান্দি অনাথ আশ্রমের শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিশ্ব হিন্দু ফেডারেশন (বাংলাদেশ) বরিশাল মহানগর এর সভাপতি খোকন কুমার দাশ এর পক্ষ থেকে বরিশাল মহানগর শাখার সহসভাপতি রোকন হালদার (বিপুল) অনাথ আশ্রমে উপস্থিত হয়ে আশ্রমের কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে অনাথ আশ্রমের পরিচালিকা ইতি ঢালী বলেন, অনেকেরই স্কুল ব্যাগ ছিল না। শিক্ষার্থীরা স্কুল ব্যাগের সাথে নানা ধরণের শিক্ষা উপকরণ পেল। এই স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে তারা সকলেই আনন্দিত। এ সকল শিক্ষা উপকরণ তাদের শিক্ষা লাভে সহায়ক হবে।

বিশ্ব হিন্দু ফেডারেশন বরিশাল মহানগর শাখার সহসভাপতি রোকন হালদার (বিপুল) বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। অথচ আমাদের দেশে হাজার হাজার সুবিধাবঞ্চিত শিশু রয়েছে। যারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দু’বেলা দুমুঠো খাবার খেতে তাদের করতে হয় অমানুষিক পরিশ্রম। বিভিন্ন দোকান, কলকারখানায় শিশু শ্রমিক হিসেবে কাজ করতে হয়। নূন্যতম শিক্ষালাভের সুযোগটুকু পর্যন্ত পায় না। অথচ তাদেরকে একটু সুযোগ-সুবিধা দিতে পারলে, পড়াশোনা বা কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিতে পারলে তারাই হয়ে ওঠবে ভবিষ্যত জাতির কান্ডারি। এমন ভাবনা থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের কর্মকাণ্ড চলমান থাকবে।

বিশ্ব হিন্দু ফেডারেশন বরিশাল মহানগর শাখার সভাপতি খোকন কুমার দাস বলেন, একটা বাচ্চাকে সুপার কিড বা আলোকিত মানুষে রুপান্তর করতে পারলে পৃথিবীতে আর কোনো সমস্যাই থাকবে না। কারণ পৃথিবীর সবাই হবে আলোকিত মানুষ। যাদের সহানুভূতি আছে, অন্যের কষ্ট বুঝতে পারে, অন্যকে সাহায্যের জন্য হাত বাড়ায়। কেউ স্বার্থপর না। এরকম একটা সমাজ গড়ে তুলতে আমাদের শিশুদের থেকেই শুরু করতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram