ঢাকা
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৬:০২
logo
প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৪

আমরা কোন দালালের হাত ধরে ক্ষমতায় যেতে চাইনি: চরমোনাই পীর

জহিরুল হক, বরগুনা প্রতিনিধি: চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমাদের বিরোধী দল বানানোর জন্য বলা হয়েছিলো। তখন আমরা বলছিলাম আপনি যতই অফার করেন লাভ নাই, আমরা পরগাছা হবো না। শেখ হাসিনা কুলাঙ্গার, ভারতের দালাল। আমরা কোন দালালের হাত ধরে ক্ষমতায় যেতে চাইনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে বরগুনা টাউন হল মাঠে মুজাহিদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারতের সাথে যত চুক্তি হয়েছিলো, তাতে সব লাভই ভারতের হয়েছিলো। এ কারনেই তিনি বলতেন ভারতকে যা দিয়েছি তা কখনো ভুলতে পারবে না। ছাত্র আন্দলনের বিষয়ে তিনি বলেন, কোটা আন্দোলন ন্যায্য ছিলো, এই ন্যায্য দাবীর আন্দোলনে মেধাবী ছাত্রদের পাখির মত গুলি করে রাস্তায় লুটিয়ে দিয়েছিল তারা। অন্য অন্য দল যেখানে সাহস পায়নি, ন্যায়ের পক্ষে বাংলাদেশ ইসলামী আন্দোলন মৃত্যুকে পরোয়া না করে রাজপথে ছাত্রদের সাথে ছিলো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় আমি দেশের আইন ও বিচার বিভাগ নিয়ে কথা বলেছিলাম। এছাড়াও হিন্দুদের নিয়ে নীলনকশার বিষয়ে কথা বলেছিলাম, সেই সময়ে দেশের স্বার্থে সারা দেশের হিন্দুদের মন্দির বাড়িঘর পাহারা দিয়েছি।

জেলা মুজাহিদ কমিটির একাধিক নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, ১৯৯৭ সালের পরে (২৬ বছর) বরগুনায় এই মুজাহিদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা মুজাহিদ কমিটির আমীর মাওলানা আবু সালেহ্ এর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তরা বলেন, গত ৫ আগষ্টের পরে মুজাহিদ ভাইয়েরা স্বেচ্ছাসেবকের পোশাক পড়ে দেশের শৃঙ্খলা ফেরতে রাস্তায় নেমেছেন, এখন পর্যন্ত দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন। এদেশে যদি মুজাহিদ কমিটি থাকে তাহলে আর দেশে সন্ত্রাস থাকবে না, রাহাজানি থাকবে না। আমরা ঘরে ঘরে এমন মুজাহিদ তৈরি করবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram