নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) সংবাদদাতা: বান্দরবানের নাইক্ষংছড়িতে বৈধ কাগজ পত্র না থাকায়, আট জন মোটরবাইক ও জিপ গাড়ির চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা প্রশাসন কর্তৃক নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে 'সড়ক পরিবহন আইন-২০১৮' অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এই সময় মোবাইল কোর্টে গাড়ির বৈধ কাগজ পত্র এবং রেজিস্ট্রেশন না থাকার দায়ে ছয়টি মোটরবাইক ও দুইটি জিপ গাড়িকে সর্বমোট ৪ হাজর ৫শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, এই অভিযান মূলত সকলকে সতর্ক করা। আগামীতে সকলে যেন বৈধ কাগজ পত্র নিয়ে গাড়ি চালায়, এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উল্লখ্য যে,নাইক্ষ্যংছড়ির ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি থানা চত্বরে লাইসেন্স বিহীন ও কাগজপত্র বিহীন মোটরবাইক, জিপ গাড়ি উপর এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ১৬/৪/৫/৬৬ ধারা মোতাবেক সর্বমোট ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা আদায়কারী ব্যক্তি হলেন,কক্সবাজার জেলার রামু উপজেলার আমির হামজার পুত্র নুরুল আজিম (২২), বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদরের ফারুক আহমেদ এর পুত্র মো : রাজিব (৪০),বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদরের ছৈয়দ আহমদের পুত্র শফিউল আলম (২৪),কুমিল্লা জেলার রফিকুল ইসলামের পুত্র মুন্না (৩০),নাইক্ষ্যংছড়ির মো: ইসহাক (২৩),চট্টগ্রাম জেলার অনু দাশ (২৬)।