হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে মৎস্য ঘেরের ফাঁদে আটকা পড়া অসুস্থ বন্য মেছো বিড়ালকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।
এর আগে, জেলার বানিয়াচং উপজেলা সদরের প্রথম রেখ মহল্লার মৎস্য খামারি লিলু মিয়ার মৎস্য ঘেরে বিড়ালটি আটক হয়।
এলাকাবাসী জানান, লিলু মিয়া তার মৎস্য ঘেরে ফাঁদ পেতে রাখেন। এ ফাঁদে একটি মেছো বিড়াল আটকা পড়ে। পরে বাড়িতে এনে লোহার খাঁচায় বন্দি করে রাখেন। বিড়ালটি দেখতে উৎসুক লোকজন তার বাড়িতে ভিড় করেন। বিপন্ন এই বণ্যপ্রাণীটি উদ্ধার করে নেওয়ার জন্য বন বিভাগে খবর দেওয়া হয়। এ প্রেক্ষিতে মেছো বিড়ালটি উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অফিসে নিয়ে আসা হয়।
রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, মেছো বিড়ালটি কিছুটা অসুস্থ হওয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরোপুরি সুস্থ হলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে অবমুক্ত করা হবে।