মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও এক লক্ষ তেইশ হাজার টাকাসহ নিউটন ধর (২৯) নামের এক দোকান কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর থানার পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নিউটন ধর চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের মোহন প্রসাদ ধরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বারইয়ারহাট বাজারে আধুনিক ডাইস কার্টিং চেইনঘর নামক জুয়েলারী দোকানের কর্মচারী হিসেবে চাকুরিরত ছিলেন। গত ২৭ আগস্ট রাতে স্বর্ণালংকার ও টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে জুয়েলারী দোকানের মালিক কৃষ্ণ কুমার ধর আদালতে মামলা দায়ের করলে জোরারগঞ্জ থানা পুলিশ নিউটন ধরকে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, আসামী নিউটন ধরকে খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষ টাকার মধ্যে নগদ ১ লক্ষ ২৩ হাজার টাকা ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দারোগারহাট এলাকায় আসামীর শ্বশুর বাড়ী থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের দাম প্রায় ১৪ লক্ষ টাকা। আত্মসাতের অবশিষ্ট টাকা উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী নিউটনকে আদালতে প্রেরণ করা হয়েছে।