মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় গ্রাহকদের পানির মিটার চুরি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একটি চক্র দীর্ঘদিন যাবত পানির মিটার চুরি করে তা অবৈধভাবে বিক্রি করে লাভবান হয়ে আসছিল। উক্ত চক্রের তৎপরতা বন্ধ করার লক্ষ্যে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।
এসময় পানির মিটার চুরি করতে বাধা প্রদান করলে পৌরসভার স্টাফের উপর আক্রমণ করা হয়। মোবাইল কোর্টে মোঃ মুসা (২০) কে হাতেনাতে আটক করা হয়। তার নিকট থেকে চুরি করা পানির মিটার উদ্ধার করা হয়। আটক মুসা বহেরাতলা এলাকার মোঃ সালামের ছেলে।
আটককৃত আসামী মুসাকে মোবাইল কোর্ট দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করে। এছাড়াও পৃথক একটি অভিযানে পৌরসভার বিভিন্ন গ্রাহকের চুরি হওয়া ১৯ টি পানির মিটার উদ্ধার করা হয়। চুরির সাথে জড়িত তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান, গ্রাহকদের অধিকার সুরক্ষায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলমান থাকবে।