বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্ররা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমাদের ছাত্র আন্দোলন প্রকাশ্য হামলাকারীদের গ্রেফতারে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না। বাঁশখালীতে ছাত্র আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী সক্রিয় ছাত্রদের সঠিক তালিকা করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে নির্ভূল তালিকা প্রণয়নের কথা বলেন তারা। কোনো রাজনৈতিক দলের নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের নিরপেক্ষতার সহিত দায়িত্ব পালনের প্রতিও আহ্বান জানান ছাত্ররা।'
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ এর সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক, বাঁশখালী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক শিব্বির আহমদ রানা, ছাত্রনেতা আব্দুল হামিদ, মো. সাইফুল ইসলাম, সিকান্দার বাদশা, মো. জুনাইদ, যুবনেতা ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাত, ছাত্র আন্দোলনে আহত প্রবাসী আবুল কাশেম, মো. জামাল, মো. আরিফ ইসলাম, আব্দুর রহমান।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, 'ছাত্র আন্দোলনে আহত ও নেতৃত্ব দেওয়া ছাত্রদের নির্ভূল তালিকা প্রস্তুত করা হবে। ছাত্রদের সাথে আমরা উপজেলা প্রশাসন পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটি বৈষম্যমূলক বাঁশখালী গড়ে তুলবো।'
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন নন্দ্ববী, নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।