চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক ভ্রাম্যমান আদালত বসিয়ে দশ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তাদের।
জানা গেছে, উপজেলার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী মহল। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় বালু উত্তোলনের সাথে জড়িত তিনজনকে হাতেনাতে ধরেন তিনি। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের দশ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, আনোয়ারুল ইসলাম(৩২),অপিজল ইসলাম(৩৫) ও হাবিবুর রহমান (১৯)। তারা সকলেই উলিপুর উপজেলার বাসিন্দা।
ইউএনও সবুজ কুমার বসাক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজকে তিনজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।