ঢাকা
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১:৪৩
logo
প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৪

আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল: জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি: মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল।

মাদকমুক্ত, যানজটমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, ছিনতাইকারীমুক্ত একটা সুন্দর নগরী উপহার দিতে তিনি সকলের সহযোগিতা চেয়ে বলেন, এই নগরীতে পুলিশের জনবলে ঘাটতি আছে। অপরাধীকে ধরার ক্ষমতা জনগণেরও রয়েছে। আপনারা অপরাধীদের ধরে পুলিশে দিবেন। পুলিশকে সহযোগিতার জন্য আমরা থানায় থানায় স্বেচ্ছাসেবক নিয়োগ দিব। তাদেরকে ‘স্বেচ্ছাসেবীকার্ড’ দেয়া হবে।

তিনি আরো বলেন, আইনী সহযোগিতা পেতে কেউ হয়রানি হলে বা পুলিশ ঘুষ দাবি করলে আমাকে জানাবেন, এক টাকা ঘুষ নিলেও ওই পুলিশের চাকরি থাকবে না।

মঙ্গলবার বিকেলে নগরীর জয়দেবপুর বাসস্ট্যান্ডে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনের লক্ষ্যে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিএমপি সদর থানা আয়োজিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ৫ আগস্টের আগের মানসিকতার পুলিশ আমরা আর চাই না। পুলিশ শুধুই জনগণের হয়ে কাজ করবে এটাই প্রত্যাশা।

জিএমপি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন, জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, ছাত্র সমন্বয়ক ইসাহাক পিকু, অ্যাডভোকেট সাদেকুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram