ঢাকা
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:৪২
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৪

স্বেচ্ছায় গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে বিএনপি

মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি: স্বেচ্ছায় ও বিনামূল্যে গরীব কৃষকের ধান কেটে তা ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা। বুধবার দুপুরে বাগেরহাটের রামপালের ভাগা এলাকায় নিজেই ধান কাটার মধ্যদিয়ে স্বেচ্ছায় এ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম।

এ সময় তিনি বলেন, বীজ তৈরি, হালচাষ, বীজ রোপন, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গরীব এ সকল কৃষকের ধান কেটে তারে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে হতদরিদ্র কৃষকেরা উপকৃত হবেন। রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের গরীব কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। 

কৃষিবিদ শামীমুর রহমান শামীম হিন্দুত্ববাদী সংগঠন ইসকন ও তাদের নেতা চিন্ময় ইস্যুতে যাতে কোথাও কেউ আইন নিজের হাতে তুলে না নেন সেজন্য মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মের সকলের প্রতি আহবাণ জানান।

তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা ৫আগস্টের পর থেকে হিন্দু-খ্রিস্টানদের মন্দির-গীর্জাসহ সংখালঘুদের নিরাপত্তা দিয়ে আসছি। সামনের দিনগুলোতেও আমরা তাদেরকে এ নিশ্চিতয়তা দিতে চাই। আমরা সকল ভেদাভেদ ভুলে দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে একসাথে মিলে মিশে এদেশে থাকতে চাই। আর এটাই হলো বিএনপির আদর্শ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram