অংকন তালুকদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জুলাই-আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা এবং তাদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া আন্দোলনে যারা আহত হয়েছে তাদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার আহবান জানানো হয়।
এসময়, উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, আন্দোলনে অংশগ্রহণকারীবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন।