বাগেরহাট প্রতিনিধি: শীতের শুরুতেই বেসরকারি সংস্থা আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে বাগেরহাটের জেলা প্রশাসকের নিকট ৪৩০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান হাতে এ কম্বল তুলে দেন আশার বিভাগীয় ম্যানেজার মোহম্মদ আব্দুল জলিল, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোহম্মদ গোলাম কিবরিয়া ও সিনিয়র ডিস্টিক্ট ম্যানেজার মোহম্মদ মিলন মিয়া।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস, আশার আরএম মোঃ রকোনুজ্জামান, সি.বিএম অরুপ চন্দ্র রানা, ইয়াছিন নুর, শ্যামলেন্দু বাড়ৈ, এসই মোঃ শাহআলম শেখসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। প্রতি বছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসনের মাধ্যমে দেশের ৬৪ টি জেলায় ২৫৬০০টি কম্বল হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় বেসরকারী সংস্থা আশার কর্মকর্তারা।