গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চারটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের সংযোগ রক্ষাকারী সড়কের পৌর শহরে খাদ্যগুদাম সংলগ্ন বালুয়া নদীর উপর বেইলী ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রীজের ষ্টীলের পাতগুলো ক্ষয় হয়ে ভেঙ্গে ভেঙ্গে গর্ত হয়ে গেছে। বুকিপূর্ণ এ বেইলী ব্রিজটিতে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
গৌরীপুর উপজেলার অচিন্তপুর, মাওহা, সহনাটি, বোকাইনগর এই চার ইউনিয়নের সাথে উপজেলা সদরের সংযোগ রক্ষাকারী সড়কের বালুয়া নদীর উপর বেইলী ব্রীজটি অবস্থিত। ব্রীজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। ব্রীজের ষ্টীলের পাতগুলো ক্ষয় হয়ে যাওয়ায় প্রায় দু’বছর যাবৎ স্থানীয় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রীজ দিয়ে যাতায়াত করছে। ইতিমধ্যে ভুক্তভোগী জনসাধারণ এ ব্রীজটি সংস্কারের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষ বরাবরে দাবী জানিয়ে কোন প্রতিকার পায়নি।
১৯৯৯ সালে সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক এ ব্রীজটি নির্মিত হয়েছিল। সম্প্রতি ব্রীজটির মালিকানা নিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর, এলজিইডি ও গৌরীপুর পৌরসভার মধ্যে চলছে রশি টানাটানি। কেউ এ ব্রীজ সংস্কারের দায়িত্ব নিতে চায়না। ২০১৭ সালে ময়মনসিংহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ ব্যক্তিগত উদ্যোগে এ ব্রীজ সংস্কার করেছিলেন। বর্তমানে আবার ব্রিজটি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অসিত বরণ দেব বলেন, উপজেলা পরিষদের তহবিল থেকে ব্রিজটি মেরামত করার জন্য উপজেলা সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে।