গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের মাস ডিসেম্বরের প্রথম দিনে ‘মুক্তিযুদ্ধের চেতনা-বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রেরণা’ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশ ও শুভ সংঘের উদ্যোগে রবিবার (১ ডিসেম্বর) পৃথক পৃথক জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল দুটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ কার্যালয়ে এসে শেষ হয়।
স্বজন সমাবেশের পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন সাংবাদিক মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসারর শিক্ষক মো. মাহবুব আহমেদ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসি’র সাবেক সার্জেন্ট গোলাম মোস্তফা সরকার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার।
শুভ সংঘের পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি শংকর ঘোষ। সঞ্চালনা করেন সাংবাদিক মো. হারুণ মিয়া। বক্তব্য দেন সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা ইয়াসমিন, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্যাসিফ্লোরা সুলতানা, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, সহকারী শিক্ষক ফারহানা তানজিন স্মৃতি, শুভসংঘের কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম রাকিব, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, জাহাঙ্গীর ইসলাম সাব্বির, বাঁধন দেবনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পীযুষ রায় গণেশ।