

সাভার প্রতিনিধি: সাভারে খেলার মাঠের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার ( ২ ডিসেম্বর) দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া এলাকায় লেক সিটির ভেতরে সরকারি খাসজমিতে খেলার মাঠ তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ গ্রহণ করে বলেন, খেলার মাঠের অভাবে এলাকার শিশু কিশোর ও যুবকরা নানা ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। প্রতিটি এলাকায় খেলার মাঠ তৈরি করা হলে মাদকের প্রভাব থেকে যুবসমাজ কে রক্ষা করা সম্ভব।
এ বিষয়ে আমিন বলেন, এই জমিটি সরকারি খাস জমি, আমরা শিক্ষার্থীরা এই জমিটি পরিস্কার করে খেলার উপযোগী করে তুলতে চাইলে কিছু দুষ্কৃতিকারী আমাদের এই কার্যক্রম কে বন্ধ করে দেয়।
এ ব্যাপারে মোহাম্মদ আকাশ বলেন, একটি মাঠের অভাবে আমরা খেলাধুলা করতে পারছি না। সাভার উপজেলা প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই খেলাধুলা করার জন্য এই জমিটি কে খেলার মাঠের উপযগী করে গড়ে তুলতে সাহায্য কামনা করছি। খেলাধুলা বাড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল, আমরা এই স্লোগানকে বিশ্বাস করে খেলার উপযোগী মাঠের জন্য এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছি। তার পাশাপাশি শিক্ষার্থী ও এলাকাবাসীর গণ স্বাক্ষর নিয়ে সাভার উপজেলা প্রশাসনের নিকট আবেদন করা হবে। আশা করি বর্তমান সরকার আমাদের এই উদ্যোগকে বিবেচনা করে দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করবে।
এ সময় এলাকাবাসী ও শিক্ষার্থীরা গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করে।

