মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালের দিকে জোন সদরে এসব সহায়তা প্রদান করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।
এ সময়, ফরম ফিলাপের জন্য একজন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা, কবুতরছড়া জামে মসজিদে ০৫ বাণ ঢেউটিন, মাটিরাঙ্গা থিয়েটারে ০১টি হারমোনিয়াম, ০১টি জিপসিপ, ০১টি বুক সেলফ, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও থিয়েটারের এরিয়া স্থাপন, অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। এছাড়াও, রিজিয়ন একাদশ ও মানিকছড়ি একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষ্যে মাটিরাঙ্গা জোন কর্তৃক ৩৫ হাজার টাকা খরচ করা হয়।
একই দিনে, মাটিরাঙ্গা জোনের আওতাধীন বাইল্যাছড়ি স্কুলপাড়া, গুইমারা ইউনিয়ন, গুইমারা উপজেলা এলাকায় স্থানীয় ৩৫৪ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ২৭০ জন বাঙালি নারী ও পুরুষ সহ সর্বমোট ৬২৪ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবা কর্মসূচিতে গুইমারা সিএমএইচ এর মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান, এএমসি এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা: রুপন চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন।
এছাড়াও মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে গুইমারা রিজিয়নের পৃষ্টপোষকতায় প্রধান অতিথি হিসেবে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এবং গুইমারা রিজিয়নের সকল জোন কমান্ডারগণের উপস্থিতিতে রিজিয়ন একাদশ ও মানিকছড়ি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। ভবিষতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।