পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে বিজিবি কর্তৃক আটক ৪ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন এম ইসফাকুল কবিরের ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর দানাজপুর বিওপি ৩৪০/৩-এস পিলার এর নিকটবর্তী এলাকায় মদকদ্রব্য বহন করছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেই সময় হাবিলদার দীন বন্ধু রায়ের নেতৃত্বে বিজিবির একটি চৌকষ দল আভিযান চালিয়ে ৭৯ পিস ভারতীয় ইয়াবা, ০৪টি মোবাইল ফোন, নগদ টাকা, একটি প্রাইভেট কার সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৪০ (চল্লিশ) দিনের কারাদন্ড এবং ০১ জনকে ৫,০০০/- টাকা এবং অন্য ০৩ জনকে ৫০০/- (পাঁচশত) টাকা করে অর্থদন্ড প্রদান করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হচ্ছেন দিনাজপুর কোতোয়ালি থানার পাহাড়পুর গ্রামের নরুল হুদার ছেল আহমেদ তানভির হুদা (৪৫), একই গ্রামের কহিনুর ইসলামের ছেলে রাব্বি ইসলাম (২৫), ফুলবাড়ি বাসস্ট্যান্ড গ্রামের সাজু মিয়া মেয়ে রামিসা জাহান নুপুর (১৮) ও পুরাতন নিউ টাউন গ্রামের আলতাফ হোসেন মেয়ে মুক্তা বেগম (১৯)।
পীরগঞ্জ থানার ওসি থানার ওসি তাজুল ইসলাম জানান, আটককৃতদের আজ দুপুরে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।