মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান ইফতেকারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল করেছে বিএনপি। সোমবার দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
তবে ভারপ্রাপ্ত ইউএনওর দাবি উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকসহ কিছু নেতৃবৃন্দ মদন পৌরসভার ওএমএস এর ডিলার নিয়োগে তিনটি অনৈতিকভাবে দাবী করেন। তাদের অনৈতিক দাবি পূরণ না করায় তার বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল করেছে।
মদন প্রেসক্লাব মিলনায়তনে লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীরা বলেন, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভাপ্রাপ্ত) মদন, নেত্রকেণা মোঃ রেজওয়ান ইফতেকার এর সরকারি বিভিন্ন কর্মকান্ডে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অব্যাহত স্বেচ্ছাচারীতা, মদন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়ের সময় অসদাচরণ করায় তার বিরুদ্ধে বিভাগীয় সুষ্ঠ তদন্তসহ তাকে মদন উপজেলা হতে অনতিবিলম্বে প্রত্যাহরের দাবী জানান।
মদন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান ইফতেখার বলেন, মদন পৌরসভা ওএমএস এর ছয়টি ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর প্রেক্ষিতে ১৬টি আবেদন জমা হয়েছে। সুতরাং নিয়ম অনুযায়ী লটারীর মাধ্যমে ৬টা পয়েন্ট নির্ধারণ করার কথা। কিন্তু গতকাল রোববার মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার ও বিএনপির কতিপয় নেতাকর্মী অনৈতিকভাবে ৩টি পয়েন্ট তাদের লোকজনকে দিয়ে বাকী ৩টির জন্য লটারী দিতে বলে। আমি এতে রাজী না হলে পরিষদের ভিতরে থাকতে পারব না বলে হুমকি দেন। আমাকে ফ্যাসিবাদের দালাল এবং মা বাবাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। আমি অনৈতিক কোন কর্মকান্ডের সাথে জড়িত ছিলাম না, অনৈতিক চাপের মুখে মাথা নত করব না। এই অনৈতিক দাবি পূরণ না করায় সোমবার বিএনপি নেতৃবৃন্দ আমার বিরুদ্ধে এই মিছিলটি করেছে। এ ছাড়া আর কোন কারণ আমার জানা নাই।