মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বেগম খালেদা জিয়া পালায় না বরং স্বৈরাচার হাসিনাই পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।
সোমবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ষড়যন্ত্রমূলক ২১শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলার হাইকোর্ট এর রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সবাই খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে বেগমগঞ্জ উপজেলা পৌরসভা ও অঙ্গ সংগঠন। এসময় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী দিনে তারেক রহমান দেশের কান্ডারি হবেন। এই দেশের মানুষকে আওয়ামী লীগ নানা ভাবে অত্যাচার নির্যাতন করে গেছে। বিএনপি সবসময় মানুষের পাশে থেকে কাজ করে গেছে।
এসময় চৌমুহনীর পাবলিক হল থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে চট্রগ্রাম-নোয়াখালী হাইওয়ে সড়ক প্রদক্ষিণ হয়ে কাচারি বাড়ি জামে মসজিদে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম, বিএনপি নেতা মোরশেদুল আমিন ফয়সাল, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম আলী, সদস্য সচিব মহি উদ্দি রাজু, নজরুল ইসলাম, ওমর ফারুক,সুফল, মিলনসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।