মাজহারুল ইসলাম রানা, নগর প্রতিনিধি, চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানাধীন ১নং ঝিলের জনগণের ভোটে নির্বাচিত মহল্লা কমিটির মেম্বার নুরুল আলম নুরুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে নাছিয়া ঘোনাও ১নং ঝিলের এলাকাবাসী।
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন পূর্ব ফিরোজ শাহ ১নং ঝিলের বায়তুন নুর জামে মসজিদের সামনে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে মোঃ জসিম, মোঃ কাশেম, মোঃ ইব্রাহীম খলিল, মোঃ রাশেদ, মোঃ বাবুল মোঃ সাব্বির, নাছিমা বেগম বক্তব্য রাখেন।
তারা বলেন, দীর্ঘ বছর আওয়ামীলীগের শাসনামলে অত্র এলাকার বসবাসকারী সাধারণ জনগণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। নুরুল আলম নুরু করনাকালীন সময় সাধারণ অসহায় মানুষের পাশে দাড়িয়ে সেবা দিয়েছেন। পরবর্তী জনগণের ভোটে নির্বাচিত হয়ে যখন মানুষের দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে ঠিক তখনই আওয়ামীলীগের দোসররা বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানির করেছে। এসময় নুরুল আলম নুরুর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।