গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫৪) এর বাড়ি থেকে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ত্রিশঘর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মোঃ আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগেও অভিযান চালিয়েছি কিন্তু মাদক ব্যবসায়ী বাবুল মুন্সীকে জায়গা মতো এসে ধরতে পারিনি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এরকম একটি চালান আসবে। অনেকদিন যাবত তার উপর নাজরদারি ও আমাদের লোকজনদের দিয়ে জাল পেতে রেখেছিলাম। পরবর্তীতে মাদক আসছে জানতে পেরে সে অনুপাতে আমরা আমাদের টীম নিয়ে অবস্থান নেই। ওরা কোনভাবে আমাদের উপস্থিতি টের পেয়ে সরে যাওয়ার চেষ্টা করে আমরা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে পেরেছি। যার বাড়িতে ছিল আবেদা সে আমাদের হৈ চৈ শুনেই ঘরে তালা লাগিয়ে পলায়ন করে। পরে আমরা তার বসতঘরে ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার করি।
তিনি আরও জানান, অভিযুক্ত মাদক ব্যবসায়ী বাবুল মুন্সী মাদকের সিন্ডিকেট ও গডফাদার। সে এলাকার যুবসমাজকে মাদকাসক্ত করেছে ও নষ্ট করে ফেলেছে। বাবুলের অনেক বিক্রেতা আছে, যেকারণে তাকে ধরা যায় না। আজকেও তার বিক্রেতা তাকে আমাদের অভিযানের বিষয়টি জানিয়ে দেয়ার কারণে তাকে ধরতে পারি নাই। মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী মিলে এই অভিযান পরিচালনা করেছি। এই চালানটি ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগর থেকে আনা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম ও মেজর রুবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরেকটি টিম।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্যা মাজহারুল আনোয়ার বলেন, যৌথ অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।