গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে বিএনপির নেতা পরিচয়ে ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে পুলিশের হাতে আটক হয়েছে আবু জাফর নামের এক ব্যক্তি (৪৮)। এসময় তার কাছ থেকে আদায়কৃত চাঁদার ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাউজান উপজেলার আলীখীল নামক এলাকায় রাউজান ব্রিকস ম্যানুফ্যাকচার (আরবিএম)'র বিপনন অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাফর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান গ্রামের বুড়ো হাজীর বাড়ির মৃত শহীদুল হকের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল এই ঘটনা প্রসঙ্গে বলেন, ধৃত চাঁদাবাজ উপজেলার বিভিন্ন ইটভাটায় চাঁদাবাজি করত। তিনি সোমবার দুপুর ১ টার দিকে রাউজান থানা এলাকায় আরবিএম ইটভাটায় গিয়ে ইটভাটার মালিক এস.এম শহিদুল্লাহার কাছ থেকে চাঁদা দাবী করেন। ইটভাটার মালিক তাকে ৫০ হাজার চাঁদা দেওয়ার পরও তিনি আরো চাঁদা দাবী করেন। এতে ইটভাটার মালিক এস.এম. শহীদুল্লাহ ৯৯৯ নম্বরে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাঁদার ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ভুক্তভোগী ইটভাটার মালিক এস. এম শহীদুল্লাহ বলেন, গত দুইমাস ধরে আবু জাফর নামক ব্যক্তি শতাধিকবার ফোন দিয়ে বলেন রাউজানে ইটভাটা করতে হলে তাকে চাঁদা দিতে হবে। আমি একজন ব্যবসায়ী মানুষ। কোন ঝামেলায় না গিয়ে তাকে দুই দফায় ২০ হাজার টাকা দেই। এতে তিনি ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে বসেন। এরপরও আজ (সোমবার) তিনি ইটভাটায় আসলে তাকে ৫০ হাজার টাকা চাঁদা দেই। তখন তিনি ৫ লাখ টাকা কমিয়ে ২৫ লাখ টাকা দাবী করে বসেন। আমি নিরূপায় হয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করেন। এলাকায় তার বিরুদ্ধে ১০/১১ টি মামলা রয়েছে। প্রায় প্রতিটি ইটভাটায় বিভিন্ন নাম ভাঙ্গিয়ে তিনি চাঁদাবাজি করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয়দের দাবী, জাফর কখনো পুলিশের সোর্স, কখনো বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তবে তার দলীয় কোনো পদ পদবী নেই বলে নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।