মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের জেলা সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
মহাসচিব মহফেল উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শহর বিএনপি’র সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব রবিউল ইসলাম সোহেল, সিনিয়র সিটিজেন মোজাহার আলী প্রাং প্রমুখ।
সভায় সিনিয়র সিটিজেনরা হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন, রেলওয়ে ভ্রমনের টিকিট সুবিধা সহ নাগরিক জীবনে বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা প্রদানের দাবী জানান। জেলা প্রশাসক তাদের কথা মনযোগ সহকারে শুনেন এবং প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদেরকে সার্বিক সহযোগিতা প্রধানের আশ্বাস দেন।