মহিনুল ইসলাম সুজন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় কাঁথা শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন ভাই ও বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা খাল পাড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে। মৃতরা একই গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে জহুরা খাতুন (১০) ও ছেলে হাচিনুর রহমান (৫)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১১টার সময় বাড়ির আঙ্গিনায় টাঙানো জিআই তারে নিজ ব্যবহৃত কাঁথা শুকাতে দিতে গেলে বৈদ্যুতিক তারের সাথে জিআই তারের স্পর্শে জহুরা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে ছোট ভাই হাচিনুর এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলে জহুরার মৃত্যু হলেও শিশু হাচিনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দুপুরে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ভাই-বোনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা নম্বর ৬০,তারিখ-২/১২/২০২৪ইং দায়ের করা হয়েছে।