আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনায় ডিবি পুলিশের অভিযানে বন্দুক, শুটারগান, গুলিসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ভবানীপুর থেকে ওই ৩ ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলো- মালঞ্চি ইউনিয়নের ইউনুস বিশ্বাস এন ছেলে মোঃ ইসমাইল বিশ্বাস (২৭), মৃত সুলতান সরকারের ছেলে মোঃ ইউসুফ আলী (২৬) ও আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চন্ডিপাশা গ্রামের শাহিনুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৬)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর নির্দেশে পাবনা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ (পিপিএম) এর তত্ত্বাবধানে ডিবি’র ওসি হাসান বাসির এর নেতৃত্বে এসআই বেনু রায়, সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ ভবানীপুর গ্রামের ইউনুস বিশ্বাসের ছেলে মো. ইসমাইল বিশ্বাসের বাড়ীতে অভিযান চালিয়ে একটি লোহার তৈরী সচল একনালা বন্দুক, একটি লোহার তৈরী সচল ওয়ান শুটারগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করে এবং আসামীদের আটক করে।
ডিবি সূত্র জানায়, ধৃত আসামীরা আগে থেকেই অগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয় করে থাকে। এরই ধারাবাহিকতায় ঘটনার সময় গভীর রাতে তারা আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছিল। ধৃত আসামীরা উক্ত আগ্নেয়াস্ত্র দ্বারা এলাকায় আধিপত্য বিস্তার সহ আমলযোগ্য অপরাধ করে থাকে। এ সংক্রান্তে পাবনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।