যশোর প্রতিনিধি: নিখোঁজের আটদিন পর যশোরের বাঘারপাড়ায় ফুলমতি বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার খাজুরা বাজার ব্রিজঘাট এলাকায় চিত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফুলমতি বেগম যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। তিনি দুই পুত্র ও চার কন্যা সন্তানের জননী ছিলেন।
বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চিত্রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। পরে বড় মেয়ে রেক্সোনা তার মা ফুলমতি বেগমের মরদেহ শনাক্ত করেন। দু’দিন আগে তার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে রেক্সোনা জানান, তার মা একজন মানসিক ভারসাম্যহীন। গত ২৫ নভেম্বর দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়েছেন ফুলমতি। গত চারমাস আগে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন। তার মৃত্যুর কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।