ঢাকা
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩, ২০২৪

চলমান পরিস্থিতি নিয়ে জুড়ীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী থানা পুলিশের উদ্যোগে চলমান পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে জুড়ী থানা কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. কামরুল হাসান।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোর্শেদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও এসআই হিরক সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জুড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজমল আলী, জুড়ী উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ চন্দ্র দাশ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এমএ মহসিন মুহিন, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক ধনঞ্জয় দে, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুলা, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন, পশ্চিমজুড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি আশরাফুল ইসলাম, ইউপি সদস্য আবুল কাসেম, আব্দুল জব্বার, জসিম উদ্দিন, স্বপন মল্লিক, ছাত্র প্রতিনিধি তারেক মিয়া, আফজাল হোসেন,
উপজেলা ছাত্রদল নেতা সুহেল আহমদ প্রমূখ।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. কামরুল হাসান আইন শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে মিলে মিশে কাজ করতে চাই। সকলে মিলে একসাথে কাজ করলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।

এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি। কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের গুজব প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram