শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ প্রসঙ্গে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো.সেলিম ভুঁইয়া বলেন, 'শিক্ষা খাতের বাজেট থেকেও আওয়ামীলীগ সরকার বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে।'
জাতীয়করণ না হওয়া প্রশ্নে তিনি বলেন, 'শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দিকে তাদের (আ'লীগ) কোন খেয়াল ছিল না। তাদের ছিল লুটপাটের দিকে নজর। শিক্ষার যত বাজেট আছে, সেখান থেকে তারা অর্থ হাতিয়ে নিয়েছে।'
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ মো.সেলিম ভুঁইয়া এ কথা বলেন।
এসময় তিনি বলেন, 'শিক্ষা যদি জাতীয়করণ করা হয়। শিক্ষা যদি একটা 'ইউনিফর্মে' চলে তবে শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন আসবে। শিক্ষার গুণগত মানের পরিবর্তন হবে। এখানে কিন্ডারগার্টেন স্কুল আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারি হাইস্কুল আছে, প্রাইভেট স্কুল আছে, কোচিং সেন্টার আছে। কিন্তু সব কিছুর মধ্যে সমন্বয় নাই। এই সমন্বয়ের অভাবেই শিক্ষার মানের জন্য ক্ষতিগ্রস্ত, খাদের কিনারে চলে গেছে শিক্ষা ব্যবস্থা।'
তিনি আরও বলেন, 'এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে, অভিভাবকদের, শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। ছাত্রছাত্রীরা আমাদের সম্পদ। এদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের কাজ করতে হবে। সুশিক্ষা যদি না হয় তবে সুশিক্ষক আসবে না। আবার সু-শিক্ষক ছাড়া সু-শিক্ষাও আসবে না। এখন দেশে অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ দেয়ায় সুশিক্ষা ব্যাহত হচ্ছে, ছাত্রছাত্রীও ক্ষতিগ্রস্ত হচ্ছে।'
অধ্যক্ষ মো.সেলিম ভুঁইয়া বলেন, 'আগামীতে আমরা 'শিক্ষা ব্যবস্থা যে পর্যায়ে নিয়ে গিয়েছে', সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবো। সবার জন্য শিক্ষা থাকতে হবে। শিক্ষা হবে একমুখী। একটা সিস্টেমের মধ্যে সবার সুযোগ-সুবিধা থাকবে। শিক্ষা যাতে জাতীয়করণ হয়, যেটা আমাদের প্রতিশ্রুত, আমরা সে ব্যবস্থা করবো। ছাত্র-শিক্ষক সবাই এতে উপকৃত হবে। আমরা এ বিষয় নিয়ে কাজ করছি।'
বাংলাদেশ শিক্ষক সমিতি শিবচর উপজেলা শাখার সভাপতি মো.আতাহার হোসেন এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক কমর্চারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো.জাকির হোসেন, কো-চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক সেলিম মিয়া, আব্দুল হক মিয়া, আবু বকর মিয়া, সাংগঠনিক সম্পাদক হাওলাদার মো.আবুল কালাম আজাদসহ অন্যরা।