হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের চৌধুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় আজগর আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজগর মেহেরপুর হবিগঞ্জ সদর উপজেলার কাঠালপুতা গ্রামের মৃত আজিজ বক্সের ছেলে।
রোববার (২২ ডিসেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক এসব তথ্য দেন। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওসি এটিএম মাহমুদুল হক জানান, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস রাত প্রায় ৮টা ৫ মিনিটে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী আজগরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পর বাস ফেলে চালক পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করে।