এস এম আকাশ, ব্যুরো প্রধান, চট্টগ্রাম: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ'র (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা) ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা।
সোমবার (৮ জুলাই) দুপুর ১২টায় সিডিএ'র কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় জাইকা ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে চট্টগ্রাম শহরে বিভিন্ন স্থানে বায়ু দূষণ নিয়ে একটি প্রেজেন্টেশন ও টপোগ্রাফি সার্ভে প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া চট্টগ্রাম শহরের বায়ু দূষণ পরিমাপের জন্য বায়ু দূষণ পরিমাপ যন্ত্র স্থাপনের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিডিএ'র সচিব মোহাম্মদ মিনহাজুর রহমান, তত্ত্ববধায়ক প্রকৌশলী এ.এ.এম. হাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মঞ্জুর হাসান, সিস্টেম এনালিস্ট মোঃ মোস্তফা জামাল এবং জাইকা'র শিনজি থানাকা এবং পরিবেশ অধিদপ্তরের নাসিম ফারহানা শিরিন।