মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: ঈদগাঁওতে এক স্বর্ণ কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জাগির পাড়ার একটি ভাড়া বাসা থেকে ফ্যানে লটকানো অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যুটিকে রহস্যজনক বলেছেন অনেকে। আবার কারো মতে নারী সংক্রান্ত ঘটনায় আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে।
উদ্বারকৃত যুবক শুভঙ্কর দাস (২৪) ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাদী তলা হাসিনা পাড়ার পলাশ দাশের পুত্র। সে ঈদগাঁও বাজারের গফুর সিটি সেন্টারের শ্রীপলি জুয়েলার্সের কারখানায় স্বর্ণ তৈরির কাজ করতো।
জানা গেছে, জাগির পাড়ায় ছাবের আহমদের মালিকানাধীন টিন শেড ভাড়া বাসায় ওই জুয়েলার্সের কর্মচারীরা থাকতো। আজ সকালে গোসল করতে ওই বাসায় গিয়ে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তার কোন সাড়া শব্দ পাচ্ছিল না দোকানের কর্মচারীরা। পরে ফুটো হওয়া টিন দিয়ে ঢুকে ফ্যানের সাথে ফাঁস লাগানো (ঝুলন্ত) অবস্থায় তাকে দেখতে পায়।
খবর পেয়ে ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, মেম্বার জয়নাল আবেদীন, মেম্বার নুরুল করিম গমসহ অন্যান্যরা ঘটনাস্থলে যান।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঈদগাঁও থানার এসআই আবুল কালাম জানান, স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙ্গে তার লাশটি উদ্ধার করা হয়।
ঈদগাঁও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নারী সংক্রান্ত ঘটনায় আত্মহত্যার এ ঘটনাটি ঘটতে পারে বলে কয়েকজনের কাছ থেকে শুনেছেন।
বাড়ির মালিক ছাবের আহমদ একপ্রকার গা ছাড়া ভাব দেখিয়ে বলেন, আমি পালাকাটায় জানাজা পড়ে দুপুর ২ টার দিকে বাসায় এসেছি। ঘটনার ব্যাপারে তেমন কিছু জানিনা।তবে ঘটনাস্থলে গেলে উপস্থিত কোন নারীই এ ব্যাপারে মুখ খুলতে চাননি।