সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: দীঘিনালায় তিন শতাধিক অসহায় ও চিকিৎসা বঞ্চিত স্থানীয় মানুষের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলাধীন বাবুছড়া ইউনিয়নের বাবুছড়ামুখ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ও ঔষুধ প্রদান করে দীঘিনালা সেনা জোন।
এসময় দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যদের মধ্যে বাবুছড়া সাব-জোন কমান্ডার মেজর নাজমুল হাসান রিজভী, জোন সদরের চিকিৎসক আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি, ওয়ারেন্ট অফিসার হারুন আর রশিদ সহ দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।
দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক পিএসসি বলেন, ‘চিকিৎসা বঞ্চিতদের নূন্যতম চিকিৎসা প্রদানের লক্ষ্যেই বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ও ঔষুধ বিতরণ করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘সেনাবাহিনীর দীঘিনালা জোন নিয়মিত কাজের পাশাপাশি অতীতের ন্যায় ভবিষৎতেও স্থানীয়দের পাশে থাকবে।’