মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের ফসলের মাঠে ড্রেজারে পুকুর খনন করার সময় পাড় ধসে মাটি চাপায় ২ জন ড্রেজার কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সরাইল ফায়ার সার্ভিস ও সরাইল থানা পুলিশেরর যৌথ উদ্যোগে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিমুলিয়াপাড়া গ্রামের মোঃ আঃ রাজ্জাকের ছেলে দেলোয়ার হুসেন (২৪) ও একই এলাকার মোঃ আসাদ মিয়ার ছেলে মনসুর আলী (৩২)।
প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম জানান, কালিকচ্ছ বিশুতারা গ্রামের হুমায়ূন কবির ও আজহার মিয়ার ড্রেজার মেশিনে দীর্ঘদিন ধরে আমরা ৩ জন কাজ করছি। এর ধারাবাহিকতায় গত মাস খানেক যাবত হাসান মিয়ার পুকুর খননের কাজ করে আসছি। বুধবার রাত ১১টার দিকে কাজ করার সময় পাড় ভেঙে আমরা ৩ জন নিচে চাপা পরে যাই। এক পর্যায়ে আমি জীবিত ফিরে আসলেও আমার দুই ভাই নিখোঁজ হয়।
সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমান ঘটনার সততা নিশ্চিত করে জানান, আজ সকালে ২ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তাদের পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা আসার পরে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।