বাগেরহাট প্রতিনিধি: “মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান’-এই প্রতিপাদ্যে বাগেরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে দিবসটি উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মো: বুলু শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: খালিদ হোসেন।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রশাসক মো: আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহম্মেদ, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: অসীম কুমার সমাদ্দার, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিলন মুখার্জী, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান প্রমূখ।
বক্তারা মাদকের ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস বিষয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।