হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশী চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
আটককৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার জাওরানী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন- উপজেলার জাওরানী গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে রায়হান মিয়া (১৯), একই এলাকার হারুন মিয়ার ছেলে বাবু মিয়া (১৮), বালাই চন্দ্র বর্মনের ছেলে রবি চন্দ্র বর্মন (২৫) ও বিষাধু চন্দ্র বর্মন।
জানা গেছে, জাওরানী সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে চোরাচালানের চেষ্টা করেন কয়েক জন বাংলাদেশী। চোরাচালান শেষে ফেরাত পথে বিজিবি'র টহল দল তাদের আটক করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় বিজিবি থানায় একটি মামলা দায়ের করেছেন। আর সেই মামলায় রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।