শেখ দীন মাহমুদ, খুলনা (পাইকগাছা) প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুসে উঠেছে খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মহানগরীর নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যোক্তিক দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলেন। তবুও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। সর্বশেষ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে তারা রাজপথে কঠোর অবস্থান নিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সারা দেশের বিভিন্ন স্থানে হামলায় আমাদের অনেক ভাই-বোনেরা আহত হয়েছে৷ তাদের রক্ত ঝরেছে। এ ঘটনায় বিচারের দাবি জানিয়ে তারা হুশিয়ার করে বলেন, তাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় হওয়া মাত্রই শিক্ষার্থীরা ঘরে ফিরবেন এমনটাই দাবি তাদের।