মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৬৮০ জন রোগীদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের ৩ কোটি ৪০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে জেলা সমাজসেবা কার্যালয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদেব কুমার সাহা, পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া জামান রত্মা, পৌর সমাজসেবা কর্মকর্তা মো: মেহেদী মাসুদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সমাজসেবা অধিদপ্তর মানিকগঞ্জ জেলা পর্যায়ের উপপরিচালক মোহাম্মদ আবদুল বাতেন জানান, সদর উপজেলায় ২৫জন, সাটুরিয়া উপজেলায় ২৬জন, হরিরামপুর উপজেলায় ২৫জন, ঘিওর উপজেলায় ২৫ জন, সিংগাইর উপজেলায় ৩০জন, শিবালয় উপজেলায় ২৬ জন, দৌলতপুর উপজেলায় ২৫জন এবং পৌরসভায় ২০জনকে সরকারের এককালীন অনুদানের চেক দেয়া হয়। অবশিষ্ট ৩৯০ জন রোগীর ব্যাংক হিাসব নম্বরে ক্যান্সার, কিডন, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।