অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যেগে সন্ত্রাস ও নাশকতা বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো.বশির গাজীর সভাপতিত্বে তার সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মেসারেফ হোসেন খান।
সভায় কোটা আন্দোলনে শিক্ষার্থীদের কাঁধে ভর করে স্বাধীনতা বিরোধী চক্র সরকারি বিভিন্ন স্থাপণায় ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে ব্যপক ধংসযঞ্জ করেছে। দেশের উন্নয়নকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে। ওই সন্ত্রাসীগোষ্ঠী এখনো থেমে নেই। আবারো নাশকতা করার জন্য তারা ঘাপটি মেরে রয়েছে। সম্মিলিতভাবে এদেরকে প্রতিহত করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি মো. মোসারেফ হোসেন খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশন্ত কুমার সাহা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ডু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, বাউফল সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা মো. শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অতুল পাল, বাউফল বঙ্গমাতা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার সকল সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে বিভিন্ন ইউনিয়নে সচেতনতামূলক নানা কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়।