সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের মানুষের উন্নয়নের ব্যাপক কাজ করেছে আওয়ামী লীগ সরকার। শহরের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন করেছে সরকার। স্বাধীনতা পরবর্তী আর কোন সরকার এমন উন্নয়ন করতে পারেননি। আগে গ্রামীণ জনপদের মানুষের জীবন মান আর এখনকার জীবন মান আকাশ পাতাল তফাৎ। আগে কোন গ্রামেই রাস্তা, ব্রিজ, কালভার্ট, বহুতল স্কুল-কলেজ, মাদ্রাসা ছিল না। এখন প্রায় প্রতিটি গ্রামেই স্কুল-মাদ্রাসা নির্মাণ করেছে সরকার। সেই সাথে হয়েছে পাকা সড়ক ও ব্রিজ কালভার্ট। গ্রামে আগে বিদ্যুৎ ছিল না। এখন প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত। এখন আর গ্রাম ও শহরের মধ্যে তেমন পার্থক্য নাই।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করে মুরাধপুর গ্রামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন'র সভাপতিত্বে যুবলীগ নেতা গোলামনুর'র পরিচালনায় আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।