ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে চেতনানাশক স্প্রের শিকার হয়ে সুশান্ত দাস (৩৫) নামের এক যুবক অজ্ঞান হয়ে পড়ে। বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল ৭ টার দিকে পরিবারবর্গ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
এর আগে গতরাত অনুমান ১ টার দিকে দুর্বৃত্তরা সিঁদকেটে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করলে অচেতন হয়ে পড়ে সুশান্ত দাস। তিনি সুখচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চর আমানুল্লা গ্রামের রায়মোহন দাসের ছেলে।
পরিবার ও ভুক্তভোগীর স্ত্রী মনি রানী দাস জানান, গভীর রাতে হঠাৎ ঘরের ভিতর শব্দ ও আলো জ্বলে উঠতে দেখে চিৎকার করে উঠি। পরে আশপাশের লোকজন ছুটে এসে সুশান্তকে অজ্ঞান অবস্থায় এবং ঘরের সিঁদকাটা দেখতে পায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত স্প্রের শিকার সুশান্ত দাসের জ্ঞান ফিরেনি।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শেখ মোঃ মাহমুদুর রহমান বলেন, কী ধরনের স্প্রে ব্যবহার করা হয়েছে তা উদঘাটন করা যায়নি, তবে রোগীর জ্ঞান ফিরতে আরেকটু সময় লাগতে পারে।
হাতিয়া থানা তদন্ত ওসি জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেছে। তদন্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।