চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী জোবায়ের আমিন হত্যা মামলার আসামি গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার এলএসডি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে চিলমারী মডেল থানা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনে কেসি রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন তারা।
বিক্ষোভ ও মানববন্ধনের বক্তাদের দাবি, আসামিদের গ্রেফতার না করে পুলিশ গড়িমসি করছে। হত্যার ১৩দিন অতিক্রম হলেও থানা পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জোবায়েরের বাবা আব্দুল জলিল আমিন, নিহতের চাচাতো ভাই জিয়াউর রহমান আমিন প্রমুখ। তারা বলেন, হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময় মানববন্ধনকারীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন মানববন্ধন স্থলে গিয়ে ক্ষুব্ধ জনতাকে আশ্বস্থ করে বলেন, প্রশাসনের সাথে আমার কথা হয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন। এসময় তিনি মানববন্ধনকারীদের ধৈর্য ধারণ করাসহ বাড়ি ফিরে যেতে বলেন।
উল্লেখ্য, গত (১৮জুলাই) বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে বাইরে থেকে ৩টার দিকে জোবায়ের আমিন ব্রহ্মপুত্র নদের পানিতে পরে নিখোঁজ হয়।ঘটনার একদিন পর শনিবার দুপুর ১২টার দিকে নৌবন্দরের পন্টুনের দক্ষিণে জোবায়েরের মরদেহ ভেসে ওঠে।এসময় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পরে জোবায়েরের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। ময়না তদন্তের রিপোর্ট এখনো পুলিশের হাতে পৌঁছায়নি বলে জানা গেছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, নিয়মানুযায়ী মামলা নিয়ে নৌ-পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ আসামি ধরার ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করছে।